Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

মুজিবুর রহমান রঞ্জু,কমলগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৪, ৪ নভেম্বর ২০২০
আপডেট: ১৮:৪৯, ৪ নভেম্বর ২০২০

কমলগঞ্জে আবাসিক এলাকা থেকে গরুর খামার স্থানান্তরের জন্য আবেদন

বাড়ি ঘরে দুর্গন্ধ ছড়ানো, ব্যাপকহারে মশা মাছির উপদ্রপ সৃষ্টি ও পরিবেশ দূষণের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর-মৌলভীবাজার সড়কের ভাদাইর দেউল গ্রাম এলাকায় স্থাপিত গরুর খামারের স্থান পরিবর্তনের জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাবেক ইউপি সদস্য আমিনুল হকের নেতৃত্বে এলাকাবাসী এ আবেদন করেন। আবেদনের অনুলিপি পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারেও প্রেরণ করা হয়।

নির্বাহী কর্মকর্তার কাছে  করা আবেদন সূত্রে জানা যায়, শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী  আহমদ আলী ও তার স্ত্রী  সিতারা বেগম পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই তার জমিতে একটি গরুর খামার গড়ে তুলেন। প্রবাসী মধ্যপ্রাচ্যে চলে গেলেও গরুর খামারটি পরিচালনা করেন তার স্ত্রী সিতারা বেগম।

গরুর খামার গড়ে তোলার পর থেকেই খামার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পুরো এলাকার বাসা বাড়ি ও মানুষ জনের সমস্যা সৃষ্টি করছে। পরিবেশের দুষণের কারণে এলাকার শিশুসহ লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। খামারের বর্জ ও পানি নিষ্কাশনের পাকা কোন নালা না থাকায়  বর্জ ও ময়লা পানি জমে দুর্গন্ধ ছড়ানোর কারণে এলাকাবাসীর জীবনযাত্রা অতিষ্ট হয়ে উঠেছে। পরিবেশ দূষণের কারণে এ খামার থেকে প্লেগ বা করোনা ভাইরাসের মত রোগ এলাকায় ছড়ানোর আশঙ্কা করছেন এলাকাবাসী।

আবেদনকারীর পক্ষে সাবেক ইউপি সদস্য আমিনুল হক বলেন, জনস্বার্থে এ গরুর খামারটি আবাসিক এলাকা থেকে নিরাপদ স্থানে সরানো আবশ্যক মনে করেই তারা আবেদন করেছেন।

তবে খামার মালিক আহমদ আলী দুবাই অবস্থান করায় তার স্ত্রী সিতারা বেগমের মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, গরুরর খামারটি অন্যত্র সরানোর জন্য ঐ এলাকাবাসীর কাছ থেকে লিখিত আবেদন পেয়েছেন। বিসয়টি তদন্ত করে দেখতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে নির্বাহী কর্মকর্তা জানান।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়