Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৫ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ৫ নভেম্বর ২০২০

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আবদুস শুক্কুর নামের এক স্থানীয় যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউপির শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুস শুক্কুর ওই এলাকার আবুল বশরের ছেলে।

নিহত আবদুস শুক্কুরের চাচা আবুল হাসেম জানান, সকালে কিছু বুঝে ওঠার আগেই শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে সন্ত্রাসী জকির নেতৃত্বে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বাড়িতে ঢুকে আব্দুর শুক্কুরকে টেনে হেঁচড়ে বের করে। পরে তাকে তিনটি গুলি করে রোহিঙ্গা ক্যাম্পের দিকে চলে যায়।

গুলিবিদ্ধ শুক্কুরকে প্রথমে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পের চিকিৎসা কেন্দ্রে ও পরে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।  

১৬ এবিপিএন অধিনায়ক এসপি হেমায়েতুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স সন্দেহে উক্ত যুবককে হত্যা করা হয়ে থাকতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়