বরিশাল প্রতিনিধি
চার বছরে ১১ ধর্ষণ, অবশেষে কারাগারে ধর্ষক

নওরোজ হিরা শিকদার
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চার বছরে ১১ জনকে ধর্ষণ করা সেই নওরোজ হিরা শিকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক এসএম মাহফুজ আলম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নওরোজ হিরা শিকদার বাকেরগঞ্জের পশ্চিম ফরিদপুর গ্রামের বাসিন্দা ও কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেম্বার। তার বিরুদ্ধে চার বছরে ১১ জনকে ফাঁদে ফেলে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা করেছেন ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর মা।
আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসেন জানান, নওরোজ হিরা শিকদার গত চার বছরে ফাঁদে ফেলে ১১ জনকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের আরো একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ২৮ অক্টোবর হিরা ও তার সহযোগী মারিয়া আক্তারের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেন ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর মা।
আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসেন জানান, নওরোজ হিরা শিকদার গত চার বছরে ফাঁদে ফেলে ১১ জনকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের আরো একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ২৮ অক্টোবর হিরা ও তার সহযোগী মারিয়া আক্তারের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেন ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর মা।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম হোসেন জানান, গত ১৭ অক্টোবর ধর্ষক হিরার মোবাইলের মেমোরি কার্ড হারিয়ে যায়। ১৯ অক্টোবর থেকে ধর্ষণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। ধর্ষণের শিকার প্রত্যেকের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। তারা সবাই কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নওরোজ হিরা শিকদার ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার হওয়ায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের ধর্ষণ করতেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন