টেকনাফ প্রতিবেদক
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি
কক্সবাজারের নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে মোহাম্মদ ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য নজির আহমদ বলেন, শনিবার সন্ধ্যায় তিন জেলে কাঠের নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর বিজিপি তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মোহাম্মদ ইসলামের পেটে গুলি লাগে। পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতলে নিয়ে আসে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১১টার দিকে মারা যান মোহাম্মদ ইসলাম।
এ ব্যাপারে টেকনাফ থানার ওসি (অপারেশন) খোরশেদ আলম বলেন, এক জনের মৃত্যুর খবর পেয়েছি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই জেলেরা নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে সরকার নাফ নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক জেলে রাতের অন্ধকারে নাফ নদীতে মাছ শিকার করতে যায়।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন