নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৫, ৮ নভেম্বর ২০২০
জুয়া খেলার টাকা না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

ফাইল ছবি
জুয়া খেলার জন্য স্ত্রী জোসনা বেগমের কাছে টাকা চেয়ে না পেয়ে স্বামী মো. মহিউদ্দিন (৩১) তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় পাষণ্ড স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে রাজধানীর রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় ৩ নম্বর রোডের ৪৭ নম্বর বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। স্বামী তাকে আত্মহত্যা করেছে বলে প্রচার করে আসছিল।
নিহতের স্বজনদের অভিযোগ, জুয়ার টাকার জন্য প্রায়ই জোসনাকে নির্যাতন করতেন তার স্বামী মহিউদ্দিন। গত শুক্রবার গভীর রাতে জুয়া খেলায় হেরে বাসায় এসে ফের জুয়া খেলতে জোসনার কাছে টাকা চান তার স্বামী। টাকা না দেওয়ায় জোসনাকে শ্বাসরোধ করে হত্যার পর মহিউদ্দিন ঘটনাটি ‘আত্মহত্যা’ বলে চালানোর চেষ্টা করেছেন।
মেয়েকে হত্যার অভিযোগে শনিবার রাতে নিহত জোসনার মা কোহিনুর বেগম (৫০) বাদী হয়ে রূপনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি হিসেবে রাতেই মহিউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
কোহিনুর বেগম জানান, গত ৯ বছর আগে দুই লাখ টাকা যৌতুক নিয়ে জোসনাকে বিয়ে করেন মহিউদ্দিন। রূপনগরে দুয়ারীপাড়ার বাসায় স্বামী ও শ্বশুর আনিছুর রহমানের সঙ্গে থাকতেন জোসনা। সালমান (৫) ও ওসমান (৩) নামে তাদের দুইটি সন্তান রয়েছে। বিয়ের কিছু দিন পরই জোসনা জানতে পারে তার স্বামী জুয়া খেলায় আসক্ত ছিল। যৌতুকের সব টাকাই সে জুয়া খেলে শেষ করেছে। টাকা ফুরিয়ে গেলে ফের টাকার জন্য মহিউদ্দিন তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করতেন।
মেয়ের সুখের কথা ভেবে মহিউদ্দিনের হাতে বিভিন্ন সময় আরো আড়াই লাখ টাকা দেওয়া হয়। এরপরও জুয়ার টাকার জন্য মেয়ের ওপর নির্যাতন থামেনি। বিষয়টি মহিউদ্দিনের বাবাকে জানানো হলেও কোনো কাজ হয়নি। তিনি কোনো সমাধান না করে উল্টো ছেলেকে উস্কে দিতেন। গত একমাস আগেও টাকা চেয়ে না পেয়ে বাবা-ছেলে জোসনাকে হত্যার জন্য চাপাতি দিয়ে তাকে আঘাত করে।
কোহিনুরের অভিযোগ, জুয়া খেলে বাসায় এসে গত শুক্রবার গভীর রাতে থেকে শনিবার ভোর পর্যন্ত জোসনাকে নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে মহিউদ্দিন। শনিবার সকালে অন্য ভাড়াটিয়াদের কাছ থেকে খবর পেয়ে মেয়ের শ্বশুরের বাসায় এসে তিনি জানতে পারেন।
মেয়েকে মৃত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাই। মৃতদেহ দাফনের পর জোসনার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন তিনি।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত জোসনার স্বামী মহিউদ্দিন অটোরিকশা চালাতেন ও জুয়া খেলতেন। জুয়া খেলার বিষয় নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ত্রী হত্যার অভিযোগে শনিবার রাতেই মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন