Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ১১ নভেম্বর ২০২০

বাড়ি থেকে পালিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো প্রেমিক-প্রেমিকার

টাঙ্গাইলের নাগরপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন প্রেমিক-প্রেমিকাসহ তিন মোটরসাইকেল আরোহী।

বুধবার (১১ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহারুল ইসলাম বাহার।

দুর্ঘটনায় নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আব্দুল বাকের ছেলে শুভ আক্তার সানী (২০), টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুবর্ণা (১৮) ও করটিয়া বাইপাস এলাকার মোস্তফার ছেলে বাপ্পী (২২)।

নিহত সুবর্ণার বাবা আব্দুল মান্নানসহ কয়েকজন স্বজনদের বরাতে ওসি তদন্ত বাহারুল ইসলাম বাহার জানান, টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর উপজেলার মুচিপাড়া নামক স্থানে ভোরে একটি ট্রাকের সঙ্গে বেপরোয়াগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান। পরে তাদের উদ্ধার করে নাগরপুর থানায় আনা হয়। সেখান থেকে তাদের আত্মীয়-স্বজনের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান ওসি বাহারুল ইসলাম।

নিহতদের স্বজনদের বরাতে ওসি আরও জানান, টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুবর্ণা টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে শুভ আক্তার সানীর প্রেমের সম্পর্ক ছিল।

ঘটনার দিন ভোরে মমতা হিয়া সুবর্ণা তার নানার বাড়ি নাগরপুর থেকে পালিয়ে সানীর সঙ্গে চলে আসে। সানীর অপর বন্ধু বাপ্পীর মোটরসাইকেলে করে তারা পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়