Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৩, ১৪ নভেম্বর ২০২০

কারাগারে ধর্ষণ মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল কেন্দ্রীয় কারাগারের শৌচাগার থেকে ধর্ষণ মামলার এক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, ওই আসামি আত্মহত্যা করেছে।

কারা কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, শুক্রবার গভীর রাতে কারাগারের শৌচাগারে গিয়ে মশারি ছিঁড়ে রশি বানিয়ে তিনি গলায় ফাঁস দেন।

গত ১ অক্টোবর থেকে বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর করা মামলায় গ্রেফতার হয়ে হানিফ খলিফা (৪০) নামের ওই ব্যক্তি কারাগারে ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় হানিফ খলিফার স্ত্রী তাদের বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে ১ অক্টোবর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কয়েক দিন আগে ডিএনএ টেস্টের জন্য হানিফকে কারাগারের বাইরে নেয়া হয়েছিল। এরপর তাকে কারাগারে কোয়ারেন্টাইনে রাখা হয়।

শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়