Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ১৪ নভেম্বর ২০২০
আপডেট: ২০:১৬, ১৪ নভেম্বর ২০২০

কম্পিউটার-ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্য প্রতিমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো. মুরাদ হাসান এমপি। শনিবার (১৪ নভেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। 

সমাজসেবা অধিদপ্তর ও গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠির জন্য আত্মকর্মসংস্থানমূলক কাজের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ২১দিন ব্যাপি কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমটি চলবে।

গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটির চেয়ারম্যান শামীমুল হক শামীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের পক্ষে উপ-পরিচালক কবির উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও উপ-পরিচালক স্বপন কুমার হালদার। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, সরকার স্থানীয় নেতা কর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমাতে দরকার প্রশিক্ষিত ও দক্ষ গাড়িচালক। যারা প্রশিক্ষণ দিবেন তাদেরকে দক্ষ প্রশিক্ষক হতে হবে। বেকার যুবকরা সঠিক প্রশিক্ষণ নিয়ে যাতে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজের এবং অন্যের জীবনের নিরাপত্তা ও নিশ্চয়তা নিয়ে রাস্তায় গাড়ি চালাতে পারে।

আইনিউজ/এস.এম/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়