Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ১৪ নভেম্বর ২০২০

কারাগারে আসামির ঝুলন্ত লাশ: কারারক্ষী বরখাস্ত

ফাইল ছবি

ফাইল ছবি

বরিশালে কেন্দ্রীয় কারাগারের শৌচাগার থেকে ধর্ষণ মামলার এক আসামির মরদেহ উদ্ধারের ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলায় সাময়িক বরখাস্ত হওয়া কারারক্ষী ছাড়াও হাসপাতালের প্রধান কারারক্ষীকে অভিযুক্ত করা হয়েছে।

শনিবার দুপুরে (১৪ নভেম্বর) বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের নির্দেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কারারক্ষীর নাম মো. কাওছার হোসেন। এ ঘটনায় কাওছার হোসেন ও হাসপাতালের প্রধান কারারক্ষী মো. আনছার আলী মন্ডলের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে কারাগারের শৌচাগারে গিয়ে মশারি ছিঁড়ে রশি বানিয়ে গলায় ফাঁস দেন হানিফ খলিফা (৪০) নামের এক ব্যক্তি। তিনি নিজের বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় হানিফ খলিফার স্ত্রী তাদের বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে ১ অক্টোবর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কয়েক দিন আগে ডিএনএ টেস্টের জন্য হানিফকে কারাগারের বাইরে নেয়া হয়েছিল। এরপর তাকে কারাগারে কোয়ারেন্টাইনে রাখা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়