Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৯, ১৪ নভেম্বর ২০২০

মোবাইল চুরির অভিযোগে মুখে গামছা বেঁধে শিশুকে নির্যাতন

সংগৃহীত

সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক কন্যা শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বরিশাল জেলার বাকেরগঞ্জের নীলগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

নির্যাতিতা শিশুর নাম জুই আক্তার (৯)। সে ওই এলাকার বশির হাওলাদারের মেয়ে। ওই শিশুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাত্র আড়াই হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন চুরির অভিযোগে প্রতিবেশী প্রভাবশালী কবির চৌকিদারের ছেলে সাইল ও তার সহযোগীরা ওই শিশুটির উপর অমানুষিক নির্যাতন করে।

নির্যাতিতা শিশু ও তার মা জানায়, শিশু জুই গত বৃহস্পতিবার বিকেলে তার মামার বাড়ির উঠোনে খেলছিলো। এ সময় একটি মোবাইল ফোন চুরির অভিযোগে সাইল ও তার সহযোগীরা শিশুটিকে তুলে নিয়ে একটি বাথরুমের ভেতরে আটকে রাখে। সেখানে শিশুটির হাত-পা বেঁধে তাকে নির্মমভাবে পেটায় তারা।

একপর্যায়ে তার মুখমণ্ডলে গামছা বেঁধে নাকে-মুখে পানি ঢেলে জোরপূর্বক মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি আদায় করে। এরপর শিশুটিকে পরিবারের লোকজন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরদিন শুক্রবার সন্ধ্যায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি করেন নির্যাতিতা শিশুর পরিবার।

এদিকে গত শুক্রবার শিশু জুইয়ের বাবা বশির হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত সাইলসহ ৫ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে। মামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়