Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৪, ১৬ নভেম্বর ২০২০

প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কষ্টিপাথরের ১১ মূর্তি দিল বিজিবি

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে রাখতে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ১১ কষ্টিপাথরের মূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে বিজিবি নওগাঁ-১৬ ব্যাটালিয়ন।

মূর্তিগুলোর ওজন প্রায় ২৭০ কেজি। যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকা।

নওগাঁ সীমান্ত পাবলিক বিদ্যালয় মাঠে রবিবার বিকালে এক অনুষ্ঠানে বিজিবি রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার কাছে মূর্তিগুলো হস্তান্তর করেন।

নাহিদ সুলতানা জানান, বিজিবির কাছ থেকে পাওয়া এসব মূর্তি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিজিবি নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।  

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়