Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৭, ১৬ নভেম্বর ২০২০
আপডেট: ২৩:৪৮, ১৬ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জে ২ ঝুটের গোডাউনে আগুন: ৪০ লাখ টাকার ক্ষতি

সংগৃহীত

সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালুকড়ি এলাকায় সোমবার রাত ৮টার দিকে ২টি ঝুটের গোডাউনে আগুন লেগে ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে । জালকুড়ির খিরত আলী স্কুল সংলগ্ন গোডাউনে লাগা আগুনে এ ক্ষয়-ক্ষতি হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত ৮টার দিকে স্থানীয়রা ঝুটের গোডাউনে আগুন লেগেছে বলে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।

গোডাউন মালিক মাসুদ ইসলাম বলেন, হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেই। তবে কিভাবে আগুন লেগেছে জানি না। আমি আমার ঝুটের গোডাউন তালা দিয়ে বের হয়ে দেখতে পাই একটি গোডাউনে আগুন জ্বলছে।

তিনি বলেন, মুহূর্তেই গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এখানে অর্ধশতাধিক গোডাউন রয়েছে। আগুনে তার গোডাউনের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফরিদউদ্দীন জানান,আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়