Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৭, ১৭ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:০৭, ১৭ নভেম্বর ২০২০

ছাত্রী ধর্ষণ: মাদ্রাসার মুহতামিমের যাবজ্জীবন

মাদ্রাসার মুহতামিম আব্দুল কাদের

মাদ্রাসার মুহতামিম আব্দুল কাদের

কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের মামলায় আসামি মাদ্রাসার মুহতামিম আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে  তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরো ১ বছরের জেল দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে এ রায় দেন  নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান। দেড় মাসে আগে করা ধর্ষণ মামলার রায় এতো দ্রুত দেয়ার ঘটনা জেলায় এটিই প্রথম।

গত ৩ ও ৪ অক্টোবর মিরপুরের পোড়াদহ ইউপির স্বরুপদহ চকপাড়া এলাকায় সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেসা মহিলা মাদরাসায় ১৩ বছরের এক ছাত্রীকে দুই দফায় ধর্ষণ করেন মাদরাসার মুহতামিম আব্দুল কাদের। ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে ওই মুহতামিমের (বড় হুজুর) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে মাত্র সাতদিনে তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।

এসব তথ্য নিশ্চিত করে এসপি এসএম তানভীর আরাফাত জানান,  গত ১২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল মাদরাসাছাত্রী ধর্ষণের মামলার চার্জ গঠন করেন।  এরপর মাত্র তিন কার্যদিবসে স্বাক্ষীগ্রহণ শেষে রায়ের দিন ধার্য করেন বিচারক।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়