কুমিল্লা প্রতিনিধি
তনু হত্যা মামলা এখন পিবিআইয়ের হাতে

সোহাগী জাহান তনু
কুমিল্লার চাঞ্চল্যকর আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সাড়ে চার বছর পর পেরিয়া গেছে। এখনো এই হত্যা মামলার কোনো কূল কিনারা লাগে নি। এদিকে আবারও মামলার তদন্তকারী সংস্থা বদল করা হয়েছে।
সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তকারী সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)র পর এবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)’র কাছে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।
এর আগে পুলিশ ও গোয়েন্দা সংস্থার (ডিবি) হাত পরিবর্তন হয়ে সিআইডিতে যায় এই হত্যা মামলার তদন্তভার। সিআইডি থেকে পিবিআইতে মামলার তদন্তভার ন্যস্ত করার বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেন সিআইডি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক।
এ মামলার তদন্তভার পরিবর্তন হলেও দীর্ঘ এই সময়ে তনুর হত্যাকারীরা শনাক্ত হয়নি। নেই মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। দীর্ঘদিনেও খুনি চিহ্নিত না হওয়ায় ক্ষুব্ধ পরিবার এবং তনুর সহপাঠী ও কুমিল্লার বিশিষ্টজনেরা।
তনুর পরিবার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় পড়াতে যায় তনু। বাসায় না ফিরলে পরে স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার কাছাকাছি সেনানিবাসের ভেতর একটি জঙ্গলে তার মরদেহ পান। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের পর কুমিল্লা ও সারা দেশে প্রবল প্রতিবাদ হয়। দেশের বাইরেও এ হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায় শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা।
এ বিষয়ে তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বলেন, চার বছর ধরে এ মামলাটি সিআইডির কাছে ছিল। এখন পিবিআইতে তদন্তর জন্য দিয়েছে।
তনুর বাবা আরো জানান, গত ১৫ নভেম্বর পিবিআই সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ভেতরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের সঙ্গে কথা বলে কিছু বিষয়ে জানতে চায় বলে জানিয়েছে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন