Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৪ ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৯, ২২ নভেম্বর ২০২০

টাকার জন্য মাকে পিটিয়ে মারলো ছেলে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদকাসক্ত ছেলের চোখ পড়ে মায়ের মাটির ব্যাংকে জমানো টাকার দিকে। সেই টাকা চাইলে মা টাকা না দেওয়ায় মা’কে রড দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে মেরে ফেলে মাদকাসক্ত ছেলে।

শনিবার (২১ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ছেলের হাতে খুন হওয়া দেলোয়ারা বেগম (৫৫) ওই এলাকার মৃত আব্দুস ছোবহানের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান, ‘সাইফুল তার মায়ের মাটির ব্যাংকে জমানো টাকা জোর করে নিতে চাইলে তার মা দেলোয়ারা বেগম এতে বাধা দেন। এক পর্যায়ে সাইফুল তার মাকে রড দিয়ে পিটিয়ে ঘরের বাথরুমের ভেতরে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরে ঘাতক সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।’

এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়