ঝিনাইদহ প্রতিনিধি
এক পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টে গিয়েছিল বাসটি

সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। জানা গেছে, এক পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টে যায় বাসটি। আর ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক বাসটির মাঝ বরাবর ধাক্কা দেয়। এতেই দুমড়ে-মুচড়ে প্রাণ হারান ১০ যাত্রী।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারোবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর ও ঝিনাইদহের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এক কৃষক জানান, বুধবার জে কে পরিবহনের একটি বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে সড়ক পার হওয়া এক পথচারীকে বাঁচাতে গিয়ে ব্রেক করায় বাসটি উল্টে যায়। ওইসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি বাসের মাঝামাঝি সজোরে ধাক্কা দেয়। এতেই বাসের ১০ যাত্রীর প্রাণহানি হয়। পরে ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
আরও পড়ুন: বাড়ি ফেরা হলো না মোস্তাফিজুরের
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কামাল হোসেন নামে এক বাসযাত্রী বলেন, আমি যশোর শহরের চাঁচড়া মোড় থেকে বাসে উঠি। বাসটি বেপরোয়াভাবে চলছিল। সড়কের বারোবাজার শহর পার হয়ে কিছু দূর আসতেই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এরপর কী হয়েছে আমার মনে নেই।
ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মী বেলাল হোসেন বিজয় বলেন, ‘দুর্ঘটনার ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। বাসটি রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে ছিল। বাসের ভেতর আটকাপড়া আহত যাত্রীরা বের হওয়ার জন্য চিৎকার করছিলেন। হতাহতদের রক্তে রাস্তা তখন লাল হয়ে যায়।’
কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মামুনুর রশিদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি (ঢাকা-মেট্রো-গ-১১০২১৪) রাস্তার ওপর উল্টে পড়ে আছে। সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহতদের যশোর ও কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।’
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন