নোয়াখালী প্রতিনিধি
কাদের মির্জাকে অব্যাহতি নিয়ে বিভ্রান্তি, বিবাদে সভাপতি-সম্পাদক

খায়রুল আনম সেলিম, কাদের মির্জা, একরামুল করিম চৌধুরী
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এতে বিবাদে জড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম এবং সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
শনিবার (২০ ফেব্রুযারি) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় আবদুল কাদের মির্জাকে বহিষ্কার করা হয়েছে। এরপর রাত ৮ টার দিকে জেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম জানান, নোয়াখালী আওয়ামী লীগে শৃঙ্খলার স্বার্থে আদেশটি প্রত্যাহার করা হলো। এমন পরিস্থিতিতে অনেকটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে রাত ৯টা ২৭ মিনিটে একরামুল করিম চৌধুরী ফেসবুকে লাইভে এসে বলেন, ‘নোয়াখালীবাসী আসালামুআলাইকুম। সেলিম ভাই ঢাকা থেকে এসে বলল মির্জার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়া দরকার। সে মোতাবেক আমরা মির্জার বিরুদ্ধে একটা অবস্থান নিছি। এখন ইয়েতে বলতেছে এটা প্রত্যাহার করে নেয়া হয়েছে। কিন্তু আমি আপনাদের বলতে পারি আমার জানা মতে, আমি জানি না, কারণ একটা লোক অপরাধী যে নোয়াখালীতে না, সারাদেশে আওয়ামী লীগকে ছোট করেছে; তাকে তো ছাড়া যায় না। তার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমার সভাপতি কী অবস্থানে আছেন জানি না, ওনি নাকি বলতেছেন প্রত্যাহার করে নিয়েছেন।’
তিনি সভাপতিকে নীতিহীন আখ্যা দিয়ে বলেন, ‘ওনার অবস্থান, উনি আমাকে দিয়ে নির্দেশনা করল পরে উনি অবস্থান থেকে সরে দাড়াঁলো উনিও নীতিগতভাবে নীতিহীন হয়ে গেল। আমি আপনাদেরকে বলি, ওনার অব্যাহতি আমরা অব্যাহত রেখেছি। বিভিন্ন জায়গায় সেসব কথাবার্তা হচ্ছে এগুলো ঠিক না। কারণ এ ধরনের লোককে দলের অবস্থানে রাখা উচিত না। তার অব্যাহতিটা বহাল রইল। সকলকে ধন্যবাদ। আসালামুআলাইকুম।’
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে জেলা আওয়মী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম বলেন, ‘আমি নীতিহীন, উনি নীতিবান হয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। রাজনীতি ওনাদের ব্যবসা, আমি একরামুল করিম চৌধুরীর সঙ্গে একমত নই। প্রধানমন্ত্রী এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।‘
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন: আওয়ামী লীগ থেকে বহিষ্কার কাদের মির্জা
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন