Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৩, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৭:৫৭, ৬ মার্চ ২০২১

সিরাজগঞ্জে বাড়ি থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

চুরি হওয়ার ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে শিশুটিকে

চুরি হওয়ার ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে শিশুটিকে

সিরাজগঞ্জে বাড়ি থেকে চুরি হওয়া ২১ দিনের শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মার্চ) বিকেলে শহরের বড়গোলা এলাকা থেকে শিশুটি উদ্ধার করা হয়।

শিশুটি উদ্ধারের সময় ২ জনকে আটক করে পুলিশ। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্নিগ্ধ আখতার জানান, শিশুটি উদ্ধারের ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি মহল্লার শহিদুল ইসলাম ও ফরিদা দম্পতির সন্তান নিজ বাড়ি থেকে চুরি হয়। 

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের হাসপাতাল থেকে মাহিম এবং ২৭ ফেব্রুয়ারি সামিউল নামের দুই শিশুকে চুরি করা হয়। ২৭ ফেব্রুয়ারি রাতেই দুই শিশুকে উদ্ধার করে পুলিশ। যার মধ্যে ২৩ দিন বয়সের মাহিমকে মৃত অবস্থায় পাওয়া যায়। জীবিত উদ্ধার হওয়া শিশু সামিউলের বয়স মাত্র ৬ ঘণ্টা।

শিশু উদ্ধার করার সময় আলপনা খাতুনসহ আটজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে আলপনা চুরির সম্পূর্ণ বর্ণনা দেয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিজ বাসা থেকে চুতি হতে হলো এই শিশুকে। যদিও পুলিশ মাত্র ৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

সিরাজগঞ্জে আবারও শিশু চুরি

হাসপাতাল থেকে নবজাতক চুরির কারণ জানালেন আলপনা

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ