নোয়াখালী প্রতিনিধি
সব সংঘর্ষের জন্য দায়ী কাদের মির্জা: বাদলের পরিবার

সংবাদ সম্মেলনে বাদলের পরিবার
কোম্পানীগঞ্জে সব সংঘর্ষ, সহিংসতা, রক্তপাত খুনের জন্য আবদুল কাদের মির্জাকে দায়ী করেছে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের পরিবার। একই সাথে বাদলের নিঃশর্ত মুক্তিও দাবি করেন তারা। এজন্য তারা প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালী গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন তারা তিনি।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বাদলের স্ত্রী সেলিনা আক্তার কাকলী বলেন, ‘মির্জা কাদেরের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা কারণে আমার স্বামী জেলে রয়েছেন। কোম্পানীগঞ্জে সব সংঘর্ষ, সহিংসতা, রক্তপাত খুনের জন্য দায়ী আবদুল কাদের মির্জা’।
তিনি আরো অভিযোগ করেন, যাদের লোক মারা গেছে তাদের কোনো মামলা নেয়া হয়নি। পুলিশ মামলা নিতে তালবাহানা করেছে। কিন্তু যাদের লোক মারা যায়নি তাদের মামলা ঠিকই নেয়া হয়েছে’।
এসময় আরো বক্তব্য রাখেন, বাদলের মা আরাধন বেগম, বড় বোন ফাতেমা আক্তার বকুল ও ছোট বোন আমেনা বেগম।
বাদলের মা আরাধন বেগম বলেন, একেবারে মিথ্য বানোয়াট কারণে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব সংঘাতের জন্য কাদের মির্জা একমাত্র দায়ী।
এ সময় তিনি দ্রুত কাদের মির্জাকে আইনের আওতায় আনার জন্য সরকারের ওপর মহলের কাছে দাবি জানান।
মিজানুর রহমান বাদল (৪৯) উপজেলার চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকালী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম চৌধুরীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। বৃহস্পতিবার (১১ মার্চ) তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি রাতে তিনি মারা যান।
এরপর মঙ্গলবার উপজেলার বসুরহাট পৌরসভা চত্ত্বরে রাত ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে পুনরায় গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলা উদ্দিন নামে যুবলীগের এক কর্মীও মারা যান।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন