Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১০, ১৩ মার্চ ২০২১

এবার গাজীপুরে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৩

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘর

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘর

গাজীপুরের কাশিমপুর ভূইয়াপাড়া এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় জাকির হোসেনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন সুমন মিয়া(৩২), তার স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও শিশু পুত্র সাকিন মাহামুদ (৫)। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এলাকাবাসী।

আহত সুমন মিয়া স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর তার শিশু পুত্র সাকিন মাহমুদ নিকটস্থ একটি মাদরাসার ছাত্র।

কাশিমপুর জিএমপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, সেফটি ট্যাংকের ওপর রান্নাঘর ছিল। হঠাৎ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হন এবং ওই বিল্ডিংয়ের তিনটি রুম ভেঙে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার ফতুল্লা থানার মাসদাইর পতেংগার মোড় এলাকায় নাসরিন আক্তারের মালিকানাধীন ছয়তলা বাড়ি হাজী ভিলার ষষ্ঠ তলার ভাড়াটে বাসিন্দার ফ্ল্যাটে সোমবার দিবাগত রাতে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে যায়। ওই ঘটনায় ৬ জন দগ্ধ হন। যাদের মধ্যে ৪ জন ইতোমধ্যে মারা গেছেন।

আইনিউজ/এসডিপি

আরও খবর-

গ্যাসের লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৬

গ্যাসের লিকেজ থেকে আগুন: আরও একজনের মৃত্যু

গ্যাসের লিকেজ থেকে আগুন: গৃহকর্তার ১৮ মাসের ছেলের মৃত্যু

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ