Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫০, ১৫ মার্চ ২০২১

মিরসরাইয়ে দুই যন্ত্রশিল্পীর মৃত্যু: লরি চালক গ্রেফতার

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ পার্থ গুহ ও হানিফের মৃত্যুর ঘটনায় দায়ী লরি চালক আলী আক্কাসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) ভোরে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন।

তিনি বলেন, ‘ভোরে ঘাতক লরি চালক আলী আক্কাসকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আজ তাকে আদালতে তোলা হবে।’

উল্লেখ্য, গত ১৩ মার্চ ভোর ৫ টার দিকে মীরসরাই এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরি পার্থ এবং হানিফের দল বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান পার্থ গুহ।

একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিল তাদের গানের দলটি। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দুর্ঘটনার মুখোমুখি হয় গাড়িটি।

পার্থ এবং হানিফ ছাড়াও গাড়িতে ছিলেন তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু ও তাওহীদ। এরা সকলেই মারাত্মক আহত হয়েছেন।  এদের মধ্যে বিউটি খানের অবস্থা এখনও সঙ্কটাপন্ন।

আইনিউজ/এসডিপি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ