চট্টগ্রাম প্রতিনিধি
মিরসরাইয়ে দুই যন্ত্রশিল্পীর মৃত্যু: লরি চালক গ্রেফতার

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস
চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ পার্থ গুহ ও হানিফের মৃত্যুর ঘটনায় দায়ী লরি চালক আলী আক্কাসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ মার্চ) ভোরে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন।
তিনি বলেন, ‘ভোরে ঘাতক লরি চালক আলী আক্কাসকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আজ তাকে আদালতে তোলা হবে।’
উল্লেখ্য, গত ১৩ মার্চ ভোর ৫ টার দিকে মীরসরাই এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরি পার্থ এবং হানিফের দল বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান পার্থ গুহ।
একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিল তাদের গানের দলটি। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দুর্ঘটনার মুখোমুখি হয় গাড়িটি।
পার্থ এবং হানিফ ছাড়াও গাড়িতে ছিলেন তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু ও তাওহীদ। এরা সকলেই মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে বিউটি খানের অবস্থা এখনও সঙ্কটাপন্ন।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন