Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৬, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:০৬, ১৯ এপ্রিল ২০২১

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তারেক শামসুর রেহমান

তারেক শামসুর রেহমানের জানাজা

তারেক শামসুর রেহমানের জানাজা

পিরোজপুরে মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক ও কলামিস্ট অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান।

সোমবার (১৯ এপ্রিল) সকালে পিরোজপুর শহরের ঈদগাহ মসজিদে জানাজা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

গত শনিবার দুপুরে উত্তরা-১৮ নম্বর সেক্টরের রাজউকের আবাসিক প্রকল্পের দোলনচাঁপা বিল্ডিংয়ের ১৩০৪ নম্বর ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতর থেকে ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু লকডাউনের কারণে স্ত্রী-সন্তানরা তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হতে পারেন নি।

উল্লেখ্য, প্রায় ২৫ বছর ধরে দেশে একাই থাকতেন তারেক শামসুর রেহমান। স্ত্রী সন্তান থাকেন যুক্তরাষ্ট্রে। মাঝে মধ্যেই স্ত্রী সন্তানকে দেখতে যুক্তরাষ্ট্রে যেতেন তিনি।

রোববার (১৮ এপ্রিল) ময়নাতদন্ত শেষে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেখানে গোসল শেষে লাশ তার নিজ বাসায় উত্তরা ১৮ নম্বর সেক্টরে নেওয়া হয়। বাদ আছর সেখানে প্রথম জানাজা শেষে স্বজনেরা পিরোজপুরে নিয়ে যান তারেক শামসুর রেহমানের মরদেহ।

প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী অধ্যাপক রেহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

অধ্যাপনার পাশাপাশি ড. রেহমান নিয়মিত কলাম লিখতেন। আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ