Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৬, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২০, ২১ এপ্রিল ২০২১

`চাহিবামাত্র` চিকিৎসকদের আইডি কার্ড দেখাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আহ্বান

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওর জের ধরে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের লকডাউনে চলাফেরা, মুভমেন্ট পাস, পরিচয়পত্র ইত্যাদি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এই অবস্থায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে সবসময় পরিচয়পত্র (আইডি কার্ড) রাখার আহ্বান জানিয়েছে দেশের স্বাস্থ্য অধিদফতর। এছাড়াও 'চাহিবামাত্র পরিচয়পত্র' প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে। 

বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ আহ্বান জানানো হয়। বুলেটিনে ‘সর্বাত্মক লকডাউন’ চলাকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবাধ চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিক্যাল ডিজিজের লাইন ডিরেক্টর রোবেদ আমিন বুলেটিনে বলেন, যে কোনো চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ সহযোগিতা একান্তভাবে কাম্য। পরিচয়পত্র, যে কোনো ধরনের আইডি কার্ড প্রদর্শনকারী স্বাস্থ্যকর্মীকে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করা এবং দ্রুত ও বাধাহীন চলাচলের সুবিধা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নৈতিক দায়িত্ব।

একইসাথে চিকিৎসক হয়রানি প্রসঙ্গে পুলিশকেও বার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।  ডা. মোহাম্মদ রোবেদ আমিন এ প্রসঙ্গে বলেন, চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন। শুধু যে তারা নিজেরাই ঝুঁকি নিচ্ছেন তা নয়, তাদের পরিবার পরিজনের অনেকের মৃত্যুর কারণও হয়েছেন। এ অবস্থায় তাদের প্রতি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও মহানুভবতার সঙ্গে সহযোগিতা প্রত্যাশা করি। বিস্তারিত...

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক ও চিকিৎসকের সঙ্গে আইডি কার্ড নিয়ে তুমুল বাকবিতণ্ডা হয় পুলিশ এবং কর্তব্যরত এক ম্যাজিস্ট্রেটের।সে সময় ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা তোলপাড় সৃষ্টি হয়। 

এ নিয়ে পুলিশ ও চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে পাল্টাপাল্টি বিবৃতি দেয়া হয়। এ ঘটনা হাইকোর্ট পর্যন্ত গড়ায়।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ