Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৩৩, ২১ এপ্রিল ২০২১

চিকিৎসক হয়রানি প্রসঙ্গে পুলিশকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্তা

ফেসবুকে ভাইরাল হয় একটি ভিডিও। যাতে দেখা যায়, চিকিৎসক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডা। মূলত পরিচয়পত্র ও পুলিশের ‘মুভমেন্ট পাস’ দেখানোর জেরে এত ঘটনা। এরপর পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় সামনে আসে চিকিৎসক বনাম পুলিশ, চিকিৎসক হয়রানি, পুলিশকে সহযোগিতা না করা ইত্যাদি বিষয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরও। 

বুধবার (২১ এপ্রিল) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন এ প্রসঙ্গে মন্তব্য প্রদান করেন। 

তিনি বলেন, চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন। শুধু যে তারা নিজেরাই ঝুঁকি নিচ্ছেন তা নয়, তাদের পরিবার পরিজনের অনেকের মৃত্যুর কারণও হয়েছেন। এ অবস্থায় তাদের প্রতি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও মহানুভবতার সঙ্গে সহযোগিতা প্রত্যাশা করি।

রোবেদ আমিন বলেন, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মুভমেন্ট পাস লাগবে না। এক্ষেত্রে কর্তব্যরত চিকিৎসক-নার্সদের সহযোগিতা করা আইনশৃঙ্খলা বাহিনীর নৈতিক দায়িত্ব। আপনারা তাদের বাধাগ্রস্ত না করে সর্বোচ্চ সহযোগিতা করবেন, এটাই আমরা আশা করি।

ডা. মোহাম্মদ রোবেদ আমিন

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, করোনায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক কাজ করছে। করোনা মোকাবিলায় তাদের অবদান অনেক। পাশাপাশি আমাদের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরাও সম্মুখ সারিতে যুদ্ধ করছেন। তারা জীবনবাজি রেখে রোগীদের সংস্পর্শে গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। এরই মধ্যে দেড় শতাধিক চিকিৎসকসহ অসংখ্য স্বাস্থ্যকর্মী জীবন দিয়েছেন।

এ সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শুরু থেকেই আন্তরিকতার সঙ্গে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিচ্ছেন। আপনাদের স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি।

বাগবিতণ্ডার বিষয়ে চিকিৎসক ও পুলিশের দুই সংগঠনের পাল্টাপাল্টি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। আর এ নিয়েই উষ্মা প্রকাশ করে উচ্চ আদালত বলেছে, পেশাদারিত্বে ক্ষমতার দম্ভ থাকা উচিত নয়।

বিবৃতির বিষয়টি মঙ্গলবার দৃষ্টিগোচর করা হলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে এমন মন্তব্য আসে। 

এর আগে সোমবার এ ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ নির্দেশনা চান। হাইকোর্ট তখন আইনজীবীকে বলে, ‘ডাক্তার চ্যালেঞ্জ করেছেন পুলিশকে। তাই ডাক্তারকে আদালতে আসতে হবে। এখানে আপনার (আইনজীবী) কিছু করার নেই।’ বিস্তারিত...

পুলিশ-চিকিৎসক পাল্টাপাল্টি তর্কাতর্কি নিয়ে বিষয়টি আরও জটিল হয়ে উঠছে। এক নারী চিকিৎসকের সাথে পুলিশের বাকবিতণ্ডার ঘটনাটি এখন দুই পেশাজীবী সংগঠনের বিবৃতি প্রদান ও অভিযোগ পর্যন্ত গড়িয়েছে। 

লকডাউনে সরকারি বিধিনিষেধ পালন করতে গিয়ে চিকিৎসকরা মুভমেন্ট পাস বা আইডি কার্ডের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন বলে মনে করছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। এসবের মধ্য দিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজের উৎসাহ হারাবেন বলেও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। 

এছাড়াও, ভাইরাল হওয়া বিএসএমইউ এর নারী চিকিৎসক ও ম্যাজিস্ট্রেট-পুলিশের বাকবিতণ্ডার ঘটনায় পুলিশের বিরুদ্ধে হয়রানি ও হেনস্তার অভিযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএমএ। বিস্তারিত...

পুলিশের সাথে তর্কে জড়ানো সেই নারী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক সাইবা শওকত জিমি। ঢাকা জেলা প্রশাসন অফিসের সহকারী কমিশনার শেখ মো. মামুনুর রশিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন। এসময় তার সাথে ছিলেন নিউ মার্কেট থানার একজন পরিদর্শক ও একাধিক পুলিশ সদস্য। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ