নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২৩, ২১ এপ্রিল ২০২১
দেশে নতুন ধরন ও মিউটেশনের কারণে ছড়াচ্ছে করোনা

করোনাভাইরাস
দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আর এর প্রভাবে শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। কিন্তু হঠাৎ করে কেনো বাড়ছে সংক্রমণ। এই প্রশ্নের উত্তর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন জানান, দেশে বর্তমানে নতুন ধরন ও মিউটেশনের মাধ্যমে ছড়াচ্ছে সংক্রমণ।
তিনি বলেন, দেশ বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ পার করছে। এরই মধ্যে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে এ ভাইরাস ছড়াচ্ছে।
মোহাম্মদ রোবেদ আমিন জানান, করোনা আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন হলো অক্সিজেন সিলিন্ডার। সারাদেশে ২০ থেকে ২৫ হাজার অক্সিজেন সিলিন্ডার ছড়িয়ে আছে।
উল্লেখ্য, দেশে সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। যার মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাইন্টিফিক্যালি ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না।
এদিকে কঠোর লকডাউনে জরুরি পণ্য ও সেবার সঙ্গে সম্পৃক্ত কার্যক্রমের বাইরে সবকিছু বন্ধ রাখা হয়েছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষরা। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক