Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ২২:০৯, ২২ এপ্রিল ২০২১

মাদারীপুরে স্বামী-স্ত্রী হত্যা: প্রধান পরিকল্পনাকারী গ্রেফতার

মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মাকসুদা বেগম

মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মাকসুদা বেগম

মাদারীপুরের কালকিনিতে স্বামী-স্ত্রীর হত্যাকাণ্ডের আশরাফুল মোল্লা নামে প্রধান পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পিবিআই।

বৃহস্পতিবার বিকেলে নড়াইল সদরের শৈলপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আশরাফুল মোল্লা নড়াইল সদর উপজেলার মধ্যপল্লী এলাকার আকবর মোল্লার ছেলে।

পিবিআই সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল নিখোঁজ হন মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সস্তাল গ্রামের মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মাকসুদা বেগম। তারা দুজনেই একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন।

ও ঘটনায় পরদিন কালকিনি থানায় অপহরণ মামলা করা হয়। চারদিন পর (৯ এপ্রিল) রাজারচরের শুকিয়ে যাওয়া একটি খাল থেকে নিখোঁজ স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

পরে এই মামলার দায়িত্ব পরে দেয়া হয় পিবিআইকে। তথ্যপ্রযুক্তির সহয়তায় ঘটনার ১৩ দিন পর নড়াইল থেকে প্রধান পরিকল্পনাকারী আশরাফুলকে গ্রেফতার করা হয়।

পিবিআই গোপালগঞ্জের এসআই আল আমিন আরো জানান, কৃষিকাজের জন্য কয়েকজন যুবক ওই এলাকায় যায়। তারা মোয়াজ্জেমের ঘরে অবস্থান নেয়। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ওই অপরিচিত যুবকদের দিয়েই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ