বরিশাল প্রতিনিধি
আপডেট: ২১:০৫, ২৩ এপ্রিল ২০২১
অবশেষে মাকে নিয়ে বাড়ি ফিরলেন সেই ছেলে

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ছবি। যাতে দেখা যায়, বাইকের পিছনের সিটে মাকে বসিয়েই হাসপাতালে নিয়ে যাচ্ছেন ছেলে। অক্সিজেন সিলিন্ডার ছাড়া মায়ের অবস্থা খারাপ হবে, তাই ছেলে তার পিঠে বেঁধে নিয়েছিলেন সিলিন্ডার। সেই ছেলে তার মাকে নিয়ে অবশেষে বাড়ি ফিরেছেন।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে মা রেহানা পারভিনকে নিয়ে মোটরসাইকেলে করে ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাড়িতে ফেরেন ছেলে জিয়াউল হাসান।
যাওয়ার আগে হাসপাতালের করোনা ওয়ার্ডের সামনে মাকে নিয়ে হাত নাড়িয়ে বিজয় চিহৃ দেখান। গত ১৭ এপ্রিল মোটরসাইকেলে করে মাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি।....বিস্তারিত
জিয়াউল হাসান কৃষি ব্যাংকের ঝালকাঠি শাখার কর্মকর্তা। তার রেহানা পারভিন নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তারা ঝালকাঠি জেলার নলসিটি পৌর শহরের বাসিন্দা।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের এক চিকিৎসক জানান, রেহানা পারভিন করোনামুক্ত তা বলা যাবে না। কারণ পজিটিভ আসার অন্তত ১১ দিন আগে দ্বিতীয় নমুনা পরীক্ষা করানো হয় না। তার দ্বিতীয় নমুনা পরীক্ষা করানো হয়নি। কিন্তু তার শারীরিক অবস্থার ভালো উন্নতি হয়েছে। এখন আর তার শ্বাসকষ্ট নেই। রেহানা পরভিনকে মেডিকেলে ভর্তির সময় অক্সিজেন স্যাচুরেশন ছিল ৭০। আজ সেখানে অক্সিজেন স্যাচুরেশন ছিল ৯৬।
চিকিৎসক আরও বলেন, ‘এরপরও রেহানা পারভিনকে ছাড়তে আমরা রাজি ছিলাম না। কিন্তু রোগী হাসপাতালে থাকতে রাজি ছিলেন না। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার কথা জানান তিনি। তার ছেলে জিয়াউল হাসান তার মাকে বাড়িতে রেখে চিকিৎসা করানোর কথা বলেন। পরে তিনি স্বেচ্ছায় মুচলেকা দিয়ে মাকে নিয়ে গেছেন। এতে রেহানা পারভিনের মাধ্যমে করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছেও বলে এই চিকিৎসক জানান।
ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান বলেন, ‘এখন মা আগের তুলনায় অনেকটা সুস্থ। শ্বাসকষ্ট নেই। বলতে গেলে সবকিছুই স্বাভাবিক। তাই মাকে বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়িতে রেখেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেয়া হবে।’ মায়ের দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন