Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১০:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২২

জয়পুরহাটে গাছে গাছে লেখা ‘আল্লাহু আকবর’, ‘সুবহানাল্লাহ’

সাইনবোর্ডগুলো কে বা কারা রাতের আঁধারে লাগিয়েছে কেউ জানেনা!

সাইনবোর্ডগুলো কে বা কারা রাতের আঁধারে লাগিয়েছে কেউ জানেনা!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গ্রামীণ জনপথের সড়কের গাছে গাছে ‘সুবহানাল্লাহ’ `আলহামদুলিল্লাহ’ ও ‘আল্লাহু আকবর’, ইত্যাদি লেখা স্পম্বলিত সাইনবোর্ডগুলো কে বা কারা সাঁটিয়েছে কেউ দেখেনি, কেউ জানেনা।

এদিকে এলাকাবাসীরা বলছেন আল্লাহ রসুলের নাম লেখা সাইনবোর্ডগুলো যিনিই লাগিয়েছেন বেশ ভালো কাজ করেছেন।

উপজেলা পাঁচবিবির বড় মানিক থেকে কোতোয়ালিবাগ, ধরঞ্জী, হাটখোলা ও কয়া অন্যদিকে রতনপুর, চৌমুহনী মোড়ের বাজার হয়ে ভুঁইডোবা সীমান্ত এলাকা পর্যন্ত আসা-যাওয়ার গ্রামীণ পাকা রাস্তার পাশের ছোটবড় গাছে এসব সাইনবোর্ড দেখা যায়।

এছাড়া কড়িয়াবাজার ও ভেদলার মোড় হয়ে শালপাড়াবাজার রাস্তার গাছেও অনেক সাইনবোর্ড চোখে পড়ে। পাঁচবিবি শহর থেকে উচাই, বেড়াখাই হয়ে বারোকান্দ্রী এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে চাঁনপাড়া, শিরট্রী ও শাইলট্রি পর্যন্ত রাস্তায় এমন সাইনবোর্ড দেখা যায়।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল শহিদ মুন্না বলেন, আল্লাহ-রাসুলের নাম সম্বলিত সাইনবোর্ডগুলো যে সংগঠনের পক্ষ থেকেই রাস্তার গাছে ঝুলিয়েছে নিঃসন্দেহে ভালো কাজ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ