Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

মো. আজিজার রহমান, দিনাজপুর

প্রকাশিত: ১৯:১৭, ১১ ডিসেম্বর ২০২২
আপডেট: ২০:২৯, ১১ ডিসেম্বর ২০২২

খানসামায় গলায় ফাঁ স দিয়ে দুই সন্তানের জননীর আ ত্ম হ ত্যা

নিহত রুবি আক্তারের ম র দে হ। ছবি- প্রতিনিধি

নিহত রুবি আক্তারের ম র দে হ। ছবি- প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলাশ রুবি আক্তার (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁ স দিয়ে আ ত্ম হ ত্যা করেছেন।

আজ (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মধ্য আঙ্গারপাড়া ইউনিয়নের (পাটয়ারী পাড়ায়) হাবিবুর রহমান এর ছেলে নুর আমিনের স্ত্রী রুবি আক্তার।

রুবি আক্তার  দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এলাকার শালডাঙ্গা গ্রামের  সামছুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, রুবি আক্তারের দুটি সন্তান রয়েছে। বড় মেয়ে ফারিহা (৪) ও ছেলে  নুর আলম বয়স ১০ মাস।

এ বিষয়ে স্থানীয় মেম্বার (ইউপি সদস্য) আবেদ আলী জানান, দুপুরে সাপুরীয়ার তাবিবকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্য কথা কাটাটিকে কেন্দ্র অভিমান করে গলায় ফাঁস দেন রুবি আক্তার।

পরে ঘটনাস্থলে গিয়ে আত্মহননকারীর শশুর হাবিবুর রহমান (৬৫) রুবি আক্তারের ঝু ল ন্ত ম র দে হ দেখতে পায়।

এ বিষয়ে নিহত বাবা সামসুল ইসলাম ও  চাচা ও চাচী তহিদুল ইসলাম, রোজিনা বেগম  অভিযোগ করেন, আমার ভাতিজী আ ত্ম হ ত্যা করতে পারে না। ওকে মেরে ম র দে হ ঝু লি য়ে রাখা হয়েছে।

থানায় অভিযোগ করা হয়েছে কি না সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থানায় যাব।

এই রিপোর্ট করা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ বিষয়ে খানসামা থানা পুলিশের একটি টীম ওসি (তদন্ত) মো. তাওহীদুল ইসলামের নেতৃত্ব ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ম র দে হ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ