প্রকাশিত: ০৯:১২, ১১ মে ২০১৯
আপডেট: ০৯:১২, ১১ মে ২০১৯
আপডেট: ০৯:১২, ১১ মে ২০১৯
লা লিগায় ধারাভাষ্য দিবেন জামাল ভুঁইয়া!
স্পোর্টস ডেস্কঃ
এদিন জনপ্রিয় দুই ক্লাব বার্সেলোনা খেলবে এইবারের বিপক্ষে ও রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। চ্যানেলের পক্ষ থেকে বার্সেলোনা ম্যাচের প্রস্তাব দেওয়া হলেও রিয়ালের ম্যাচ নিয়েও কথা বলার সুযোগ আছে জামালের। কোন ম্যাচটিকে বেছে নেবেন, তা এখনো চূড়ান্ত করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, ‘আমাকে প্রাথমিকভাবে বার্সেলোনা ও এইবার ম্যাচের ব্যাপারে বলা হয়েছে। ইচ্ছা করলে রিয়ালের ম্যাচও বেছে নিতে পারব বলে জানানো হয়েছে। কোন ম্যাচ করব, সেটা চূড়ান্ত করিনি। আমাকে সুযোগ দেওয়া হয়েছে এটাই আমার জন্য সম্মানের ব্যাপার।’ ধারাভাষ্য ও বিশ্লেষণের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকই পাবেন জামাল।
এইচএ/ ইএন
লা লিগার ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য দুবাই যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
স্প্যানিশ লা লিগায় ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছেন জামাল ভূঁইয়া ।আর এতেই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। কিন্তু নিজের ক্লাবের খেলা থাকায় শংকা ছিল জামাল ভূঁইয়া ধারাভাষ্য দিতে দুবাই যেতে পারবেন কি না। সেই শঙ্কা দূর করে ১৭ মে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন বাংলাদেশ জাতীয় দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের এই অধিনায়ক।
এবার শুধু খেলা নয়, ক্রীড়া টেলিভিশন চ্যানেল বিইন স্পোর্টসের হয়ে কথা বলার কারিশমা দেখাবেন জামাল ভুঁইয়া। তবে শুধু ধারাভাষ্য নয়, ম্যাচ বিশ্লেষণও করতে হবে তাঁকে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময় গুলো দিতে হবে আড্ডা। ১
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়