Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

মো. আজিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৯, ১ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৭:৫৫, ১ জানুয়ারি ২০২৩

খানসামায় স্বামী-স্ত্রীর ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার

রশিতে ঝু ল ন্ত স্বামী-স্ত্রীর ম র দে হ (ডানে)। ছবি- আই নিউজ

রশিতে ঝু ল ন্ত স্বামী-স্ত্রীর ম র দে হ (ডানে)। ছবি- আই নিউজ

দিনাজপুরের খানসামায় মৃত আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৪০) ও শমসের আলীর মেয়ে শামসুন নাহার (৩০) নামে স্বামী-স্ত্রীর ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার।

আজ রোববার (১ জানুয়ারি) সকালে ৬টার দিকে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের নেজামদ্দিন হাজী পাড়ায় নিজ বাড়িতে ওই স্বামী-স্ত্রী ঘরের আড়ায় একই রশিতে ঝু ল ন্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, রাতে খাওয়া-দাওয়া করে স্বামী-স্ত্রী ও কন্যা ঘরে ঘুমাতে যান। সকালে তাদের ৬ মাসের কন্যা সন্তানের কান্নার আওয়াজে বাড়িতে ঢুকতে গেলে পরিবারের সদস্যরা প্রধান গেট বন্ধ দেখতে পায়, পরে দরজা টপকিয়ে ছোট বোন দেখে, ঘরের ভেতরে দুইজনের লা শ ঝুলছে।

দাম্পত্য জীবনে কলহের জেরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এছাড়াও প্রতিনিয়ত তাদের সংসারে ঝগড়া লেগেই থাকে বলে জানান পড়শিরা। গত ৭-৮ দিন আগে রবিউল বিবাহ বিচ্ছেদের জন্য তার স্ত্রীর কাছে স্টাম্পে স্বাক্ষরও নেন বলে জানান তারা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৪ বছর আগে একই গ্রামের দুলাল মেম্বার পাড়ার শমসের আলীর মেয়ে শামসুন্নাহারের সঙ্গে রবিউলের বিয়ে হয়। সংসারের ঝগড়া নিয়ে কয়েকবার গ্রাম্য সালিস ও মীমাংসা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে  রবিউল ও তার ছেলে একই সঙ্গে বিষ পান করলে, সেখানে ছেলে মারা যায় ভাগক্রমে রবিউল বেঁচে যায়। অনেকে মনে করেন রবিউল মানসিক রোগী তার মাথায় সমস্যা আছে।

এ ঘটনায় শামসুন নাহারের মা জান্নাতুন বলেন, আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে দেখি তাদের ঝুলন্ত লাশ। আগে থেকেই তাদের পারিবারিক সমস্যা ছিল।

খানসামা থানার ওসি (তদন্ত) মো. তাওহীদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় সুরতাহাল করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইনিউজ/আজিজুর/এইচএ

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ