Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

ইয়ানূর রহমান

প্রকাশিত: ১২:৪১, ২ জানুয়ারি ২০২৪

নৌকার পক্ষে প্রচারণা করে খু নে র হুমকি পেলেন শার্শার আ. লীগ নেতা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

নৌকার পক্ষে ভোটের মাঠে প্রচার-প্রচারণা করায় ক্ষিপ্ত হয়ে যশোরের ১০ নম্বর শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন তোতাকে খু নে র হু ম কি দেয়া হয়েছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি শার্শা থানায় জিডি করেছেন। এখন তিনি চরম জী ব না শ ঙ্কা য় ভুগছেন।

জিডিতে তিনি বলেছেন, ৩০ ডিসেম্বর রাত ১২টার দিকে ০১৭১৫০০৭২০০ নম্বর মোবাইল ফোন থেকে তার নিজের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একদিনের মধ্যে খু ন করে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়।

এ বিষয়ে কবির উদ্দীন তোতা বলেছেন, নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালানোয় স্বতন্ত্র প্রার্থী লিটন ০১৭১৫০০৭২০০ নম্বরের মোবাইল ফোন থেকে তাকে হ ত্যা র হুমকি দিয়েছে। তার গলা তিনি সরাসরি বুঝতে পেরেছেন।

তােতা বলেছেন, নৌকা মার্কার প্রার্থী এমপি মহোদয়ের সাথে ভোট করতে উপজেলার বিভিন্ন এলাকায় যাচ্ছি। যারা আওয়ামী লীগ করে তাদের বাড়িতে গিয়ে নৌকার ভোট চাচ্ছি এতে লিটন আমার ওপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত। আগে লোক মারফত বিভিন্ন কথা বলেছে, কিন্তু সরাসরি কোনদিন বলিনি। কাল ১২ টার সময় অন্য মোবাইল দিয়ে আামকে প্রথমেই অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে বলে ৭ তারিখ পর্যন্ত যাতি দেব না কালকের মধ্যে তোর মার্ডার করে দেব।

এ ব্যাপারে জীবনের নিারপত্তা চেয়ে শার্শা থানায় একটি জিডি করেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ