Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

ইয়ানূর রহমান, যশোর

প্রকাশিত: ১১:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

বেনাপোলে শিশু ধ র্ষ ণ চেষ্টাকারীকে গ্রেফতার 

এক বছরে যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে ৩টি ধ র্ষ ণ ও দুটি শিশু ধ র্ষ ণ চেষ্টার ঘটনা ঘটেছে।

এক বছরে যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে ৩টি ধ র্ষ ণ ও দুটি শিশু ধ র্ষ ণ চেষ্টার ঘটনা ঘটেছে।

বেনাপোলে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধ র্ষ ণে র অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারী) সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। 

ধ র্ষ ক ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামে মুজিবর রহমানের ছেলে। ঐ ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, শনিবার বিকালে বেনাপোল  সীমান্তবর্তী একটি গ্রামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশু তার পাশের বাড়িতে অনান্য শিশুর সাথে খেলছিল। এসময় ঐ বাড়িতে থাকা বকাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধ র্ষ ণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধ র্ষ ক কে আটকে শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির অভিভবাক এদিন রাতে ধর্ষকের বিরুদ্ধে  বিচার চেয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আলামত সংগ্রহ করতে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে রোববার সকালে যশোর সদর হাসপাতালে পাঠায়।

শিশুর বাবা জানান, তার কন্যার সাথে অমানবিক শারিরীক নির্যাতন করেছে ধ র্ষ ক ইকবাল হোসেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

প্রতিবেশী রহমত জানান, সামাজিক অবক্ষয়ের কারনে দিন দিন শিশু নির্যাতন ও ধ র্ষ ণে র ঘটনা সমাজে বেড়ে চলেছে। ধ র্ষ কে র এমন শাস্তি হওয়া দরকার যাতে আর কেউ এমন ঘটনা র ঘটাতে  সাহস না পায়।

এদিকে এনিয়ে গত এক বছরে যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে ৩টি ধ র্ষ ণ ও দুটি শিশু ধ র্ষ ণ চেষ্টার ঘটনা ঘটেছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  সুমন ভক্ত জানান, শিশুর বাবা ধ র্ষ ণ মামলা করলে পুলিশ ধ র্ষ ক কে গ্রেফতার করেছে। শিশুকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়