Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল)

প্রকাশিত: ১৪:৫৬, ২১ এপ্রিল ২০২৪

আমড়া গাছে ঝু`ল`ছি`ল যুবকের লা`শ! 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে বসত বাড়ির আমড়া গাছে ঝু'ল'ন্ত অবস্থায় জহিরুল ইসলাম (২৫) নামের এক যুবকের ম'র'দে'হ উ'দ্ধা'র করা হয়েছে। 

নি'হ'ত জহিরুল সৈয়দকাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব সৈয়দকাঠি গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।  

জানা গেছে, রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে জহিরুল ইসলামকে বাড়ির আমড়া গাছের সাথে ঝু'ল'তে দেখে স্বজন ও প্রতিবেশীরা এসে উ'দ্ধা'র করে বানারীপাড়া থানা পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মাসুদ রানাসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা'শ থানায় নিয়ে যায়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে উপার্জিত টাকা ঠিকমত সংসারে দিতোনা জহিরুল। মা'দ'ক সে'ব'ন'ও করতো সে। এ নিয়ে শনিবার রাতে বাবা-মায়ের সঙ্গে তার কথা কা'টা'কা'টি হয়। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে জহিরুল গ'লা'য় দ'ড়ি দিয়ে আ'ত্ম'হ'ত্যা করেছে। 

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মাইনুল ইসলাম জানান, ইউডি মামলা নিয়ে জহিরুলের প্রকৃত মৃ'ত্যু রহস্য উদঘাটনে ম'য়'না'ত'দ'ন্তে'র জন্য তার ম'র'দে'হ বরিশাল শেবাচিম হাসপাতাল ম'র্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়