Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর)

প্রকাশিত: ১১:৫৭, ২২ এপ্রিল ২০২৪

জমি সংক্রান্ত বি`রো`ধে প্রধান শিক্ষক জ`খ`ম, থানায় অভিযোগ

চিকিৎসাধীন অবস্থায় আ`হ`ত প্রধান শিক্ষক (নন ক্যাডার) মো. নুরজামান আলী। ছবি- আই নিউজ

চিকিৎসাধীন অবস্থায় আ`হ`ত প্রধান শিক্ষক (নন ক্যাডার) মো. নুরজামান আলী। ছবি- আই নিউজ

দিনাজপুরের খানসামায় জমিসংক্রান্ত বি'রো'ধ নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক (নন ক্যাডার)-কে কু'পি'য়ে জ'খ'ম করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) লিখিত অভিযোগ দিয়েছেন, উপজেলার ভেড়ভেড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (নন ক্যাডার) ও ভাবকী ইউনিয়নের চককাঞ্চন (তেলীপাড়া) এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. নুরজামান আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজারের আ. মালেকের ফলের দোকানের সামনে ওই শিক্ষককে একই এলাকার মো. আজিজার রহমানের ছেলে মো. লোকমান হাকিম (৩৯) ও মো. লিটন ইসলাম (৩২) এবং দেউলগাঁও এলাকার আ. জলিলের ছেলে মো. সিদ্দিক (৩৮) ও মো. বুলু ইসলাম (৪২)সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন পূর্ব অতর্কিতভাবে ওই শিক্ষককে গাড়ির গতিরোধ করে অ'শ্লী'ল ভাষায় গা'লি'গা'লা'জ'সহ ওই শিক্ষকের মোটরসাইকেলে থাকা এক শিশু সন্তানসহ আ'ক্র'ম'নে'র শি'কা'র হন। আ'হ'ত ওই শিক্ষক বর্তমানে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগের মা'র'পি'ট ঘটনায় ওই শিক্ষকের পিতাকে গু'রু'ত'র জ'খ'ম করলে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এর আগে ঘটনার সূত্রপাত নিয়ে আরেকটি অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার (০২ এপ্রিল) সকালে ওই এলাকার বাসিন্দা নজরুল ইসলামের বাবার পুরাতন বসতভিটায় লোকমান হাকিম, লিটন ইসলাম, মোক্তার হোসেন, জেলেখা বেওয়া, পারভীন বেগম, আজিজার রহমানসহ আরও কয়েকজন মিলে তার পৈত্রিক মালিকানাধীন একটি আমগাছ কাটতে থাকে। এমতাবস্থায় নজরুল ইসলামের ছেলে নুর জামান আলী তাদের মৌখিকভাবে বাঁধা করলে তারা ক্ষি'প্ত হয়ে তাকে ইট-পা'ট'কে'ল ছুঁ'ড়'তে থাকে। খবর পেয়ে নজরুল ইসলাম ঘটনাস্থলে গেলে তাকে ও তার ছেলেকে দে'শী'য় অ'স্ত্র দিয়ে হাম'লা, মা'র'ধ'র ও শ্বা'স'রো'ধের চেষ্টা করে বিবাদীরা। 

পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উ'দ্ধা'র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই প্রধান শিক্ষক বাড়ি ফিরলেও গু'রু'ত'র আহত অবস্থায় তার বাবা মো. নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় বাদী হয়ে নজরুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই প্রধান শিক্ষকের বাবা নজরুল ইসলাম বলেন, আমার পৈত্রিক সম্পত্তির আমগাছ দলবলসহ আমার ভাই-ভাতিজারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাটতে আসে। এতে আমি ও আমার ছেলে বাধা দিলে তারা আমাদের উপর অত'র্কি'ত হা'মলা চালায়। আমি এই হা'মলা'কা'রীদের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে আহত প্রধান শিক্ষক মো. নুরজামান বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন বি'রো'ধ চলছে এরই পরিপ্রেক্ষিতে তারা আমার উপর অত'র্কি'ত হা'ম'লা চালায়। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এই হা'মলা'কা'রীদের সঠিক বিচার দাবি করছি।

এ বিষয়ে ওসি মোজাহারুল ইসলাম  বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়