Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ইয়ানূর রহমান, যশোর

প্রকাশিত: ১৩:১৮, ১১ মে ২০২৪
আপডেট: ২০:০১, ১১ মে ২০২৪

অন্তঃসত্বা স্ত্রীকে আ`গুনে পু`ড়িয়ে হ`ত্যা : বেনাপোল থেকে স্বামী আটক

র‍্যাব-৬ এর কাছে গ্রেপ্তারের পর ঘা-তক স্বামী।

র‍্যাব-৬ এর কাছে গ্রেপ্তারের পর ঘা-তক স্বামী।

চাঁদপুরে অন্তঃসত্বা স্ত্রীকে আগুনে পু'ড়িয়ে হ'ত্যার পর আত্নগোপনে থাকা ঘা'তক স্বামীকে বেনাপোল কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে যশোর র‍্যাব-৬।

শুক্রবার (১০ মে) ভোরে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বেনাপোল ডিগ্রী কলেজ এলাকায় বসবাসরত তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় ইব্রাহিম প্রধানিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান যশোর র‍্যাব-৬ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আটক মো. ইব্রাহিম প্রধানিয়া (৩৮) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার বকচর গ্রামের মো. আব্দুল মোতালেব প্রাধানিয়ার ছেলে।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ঈদুল ফিতরের দিন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানা এলাকায় স্বামী ইব্রাহিম প্রধানিয়া তার স্ত্রী খাদিজা আক্তারকে (২৩)শারীরিক নি'র্যাতন করে শরীরে ডিজেল ঢেলে আগুনে পু'ড়িয়ে হ'ত্যা করে।

চাঞ্চল্যকর ও স্পর্শকাতর এই হ'ত্যা'কা'ণ্ডের বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হ'ত্যা মামলা দায়ের করেন। এই হ'ত্যা'কা'ণ্ডের সাথে জড়িত ভিকটিমের শাশুড়ী মামলা রুজুর পরপরই গ্রেফতার হলেও মূল অপরাধী ঘা'তক স্বামী ঘটনার পরপরই নিজেকে আত্মেগোপন করে। ঘা'তক স্বামীকে গ্রেপ্তারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৬, যশোর ক্যাম্পের সহযোগীতা চান।

পরে এই ঘটনার মূল পলাতক আসামীকে গ্রেপ্তারে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, গ্রেপ্তার এড়ানোর জন্য যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল ডিগ্রী কলেজ এলাকায় বসবাসরত তার আত্মীয়ের বাড়িতে নিজেকে আত্মগোপনে ছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়