Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ইয়ানূর রহমান, যশোর

প্রকাশিত: ১১:১৬, ১১ জুন ২০২৪

কা*মড় দিয়ে স্বামীর জিহ্বা ছিঁ*ড়ে নিলেন স্ত্রী!

স্ত্রীর কা*মড়ে আ*হত স্বামী সোহাগ। ছবি- আই নিউজ

স্ত্রীর কা*মড়ে আ*হত স্বামী সোহাগ। ছবি- আই নিউজ

যশোরের চৌগাছায় স্বামী সোহাগের জিহ্বা কাম*ড়ে ছিঁ*ড়ে ফেলেছেন স্ত্রী সীমা খাতুন। গু*রুতর আ*হতাবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে চৌগাছার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহাগ ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় সুত্র জানায়, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগের (২৪) সঙ্গে তার স্ত্রী সীমা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সীমা খাতুন কা*মড় দিয়ে তার স্বামীর জি*হ্বা কেটে আলাদা করে ফেলে। পরে বাড়ির
লোকজন সোহাগকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

এ সময় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সোহাগ আর কখনোই জি*হ্বা ফিরে পাবে না। তবে তিনি শ*ঙ্কামুক্ত।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়