মৌলভীবাজার প্রতিনিধি
কলেজে নবীনবরণের অনুমতি না পাওয়ায় ক্ষুব্ধ ছাত্র ফ্রন্ট নেতারা

মৌলভীবাজার সরকারি কলেজের প্রবেশ গেট। ছবি- সংগৃহীত
মৌলভীবাজার সরকারি কলেজের অডিটোরিয়ামে নতুন ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান করার অনুমতি চেয়ে না পাওয়া ক্ষোভ প্রকাশ করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা। অনুমতি না দেয়ায় এর তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্দোলনের হুঁশিয়ার দেন সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের নেতারা।
জানা গেছে, একাদশের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের অনুমতির জন্য গত এক সপ্তাহ ধরেই কথা বলে আসছিলেন ছাত্র ফ্রন্ট নেতারা। কিন্তু জটিলতা এড়ানোর কথা বলে অনুষ্ঠান করার অনুমতি দিচ্ছেন না মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ।
পরে ছাত্র ফ্রন্টের জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর যুক্ত বিবৃতিতে জানান, একাদশ শ্রেণির নবাগত ও অগ্রজ শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে নবীনবরণের প্রস্তুতি নেয় ছাত্র ফ্রান্ট। অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদনও করেন ছাত্র নেতারা। কিন্তু অধ্যক্ষ অনুমতি দিতে অস্বীকৃতি জানান।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ অনুষ্ঠান করতে না দেওয়া কলেজ অধ্যক্ষের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ বলে মনে করছেন বাম ছাত্র নেতারা। প্রয়োজনে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে অধ্যক্ষের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।
অনুমতি না দেয়ার ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ বলেন, ১ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান করা হয়েছে। একটি ছাত্র সংগঠন নবীনবরণ অনুষ্ঠান করতে অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি চেয়েছিল। জটিলতা এড়াতে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অনুমতি দেওয়া হয়নি।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব ভিডিও : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩