আপডেট: ০৫:২১, ৮ আগস্ট ২০১৯
যমুনায় নৌকাডুবি : নিখোঁজ ৯
ঢাকা: যমুনা নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ওই নৌকার ১৯ যাত্রীকে উদ্ধার করলেও এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
গতকাল বুধবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম।
তিনি জানান, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানিবাজার ঘাট থেকে টিনের চর যাচ্ছিল নৌকাটি। রাত ৯টার দিকে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ভিজিএফের চাল নিয়ে চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানিবাজার ঘাট থেকে টিনের চর যাচ্ছিলেন যাত্রীরা। নৌকাটিতে ২৮ জন যাত্রী ছিল। এর মধ্যে আমরা ১৯জনকে উদ্ধার করেছি। বাকি ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নৌকাটি ডুবে যায়। অন্যদিকে প্রচণ্ড স্রোতের কারণে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উদ্ধার অভিযান পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে।
আইনিউজ ডেস্ক/এইচএ/ইএন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের