আপডেট: ০৭:৫৩, ৩০ আগস্ট ২০১৯
অরুন্ধতী রায় আপনার বক্তব্য আমাদের ব্যথিত করেছে
অঞ্জন রায়
অরুন্ধতী রায়ের লেখা আমার মতো সামান্য পাঠকের যথেষ্ট মনোযোগ টানে। তার লেখা– ‘দ্য গড অব স্মল থিংস’ পড়ে মুগ্ধ হয়েছি। চমকে উঠেছি ‘অকুপাই ওয়ালস্ট্রিট’ ‘ওয়াকিং উইথ দ্য কমরেডস’ ‘ব্রোকেন রিপাবলিক’ ‘দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস’ এই বইগুলোর বা ‘ক্যাপিটালিজম অ্যা গোস্ট স্টোরি’র পাতা উল্টে পড়তে গিয়ে, অসাধাণ গদ্য– অনবদ্য সাহস। তাঁর সকল তত্বের সাথে আমার মতো নগন্য পাঠকের মিল থাকবে এমন ভাবার কোনও জায়গা নেই। তাঁর লেখা তার ভাবনার। আমি বা আমরা তো পাঠক মাত্র।
বুকার পুরস্কার পাওয়া একজন আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ লেখক, একটিভিস্ট। যার অনেক কথাই সাম্প্রতিক সময়ে আলোচিত- যেমন ‘গান্ধীর অহিংস মতবাদের ভিত্তিই ছিল নির্মম জাতিপ্রথা।’ দ্য গার্ডিয়ান তার এই বক্তব্য কোট করেছিলো গত বছরে, তিনি সেখানে আরো বলেছিলেন– ‘মানুষ সাধারণভাবে মহাত্মা গান্ধীকে যেমনটি জানে, সেটি মিথ্যা।’ মহাত্মা গান্ধীর নামে নামকরণ করা প্রতিষ্ঠানগুলো
এবারে তিনি বলেছেন ‘পাকিস্তান রাষ্ট্র কখনোই তাদের সামরিক বাহিনীকে নিজেদের জনগনের বিরুদ্ধে প্রয়োগ করেনি।’ তাহলে কি কর্তৃত্ববাদ বিরোধিতাকারী নামী একটিভিস্ট অরুন্ধতী রায় ভুলে গিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর '৭১ সালের বর্বরতার কথা? তাঁর মতোন মেধাবী মানুষের তো বিস্মৃত হওয়ার কথা নয়– সেই সময়ের পূর্ব পাকিস্তানের নিরস্ত্র ৩০ লাখ মানুষকে পাকিস্তান সেনাবাহিনীর হত্যার ইতিহাস?
অরুন্ধতী, আপনি অনেক বড় মাপের মানুষ। আমার মতোন সামান্য সংবাদকর্মীর আপনাকে নিয়ে লিখতে যাওয়াটাও বেশি সাহস দেখিয়ে ফেলা। তবু বলবো– আপনার বক্তব্যটির কারনে পাকিস্তানি সেনাবাহিনী একাত্তরের গণহত্যার দায় এড়ানোর একটি স্পেস পাবে, কেন আপনি সেই স্পেসটি দেবেন?
আপনি আপনার যে ভাবনা থেকেই কথাগুলো বলে থাকুন– আপনার বক্তব্য আমাদের ব্যথিত করেছে, অসম্মানিত করেছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে।
লেখক: সাংবাদিক
- খোলা জানালা বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। eyenews.news -এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা eyenews.news আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের