Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ০৫:৫৫, ২ জুন ২০১৯
আপডেট: ০৬:১১, ২ জুন ২০১৯

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় গেল ৬ প্রাণ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যাত্রবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। রোববার (২ জুন) সকালে গণিগঞ্জ এলাকায় দিরাই-সুনামগঞ্জ রোডে ঘটনাটি ঘটে। নিহত ছয় ব্যক্তিদের মধ্যে পরিচয় পাওয়া গেছে ৫ জনের। তাঁরা হলেন, তাঁরা হলেন—লেগুনার চালক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঘাঘলি গ্রামের নোমান মিয়া (২২), একই উপজেলার দুরুবাকান্দা গ্রামের আফজাল হোসেন (১৬), মিলন মিয়া (১৮), সাগর মিয়া (১৫), জেলার শাল্লা উপজেলার নিতেশ চন্দ্র দাশ (২২)। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাশ তালুকদার সকাল ১১টায় ঘটনাস্থল তথ্য জানান। পাথারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল হক জানান, সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকা থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে দিরাই উপজেলা শহরে যাচ্ছিল। পথে গণিগঞ্জ এলাকায় দিরাই থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে পড়ে। ঘটনাস্থালেই লেগুনার ছয় আরোহী নিহত হন। আহত হন পাঁচজন। পরে স্থানীয় লোকজন এসে আহত যাত্রীদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের পরে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়