প্রকাশিত: ০৮:৫৫, ২৯ এপ্রিল ২০১৯
আপডেট: ০৮:৫৫, ২৯ এপ্রিল ২০১৯
আপডেট: ০৮:৫৫, ২৯ এপ্রিল ২০১৯
হামলা শ্রীলংকায়: ভারত কী ব্যবস্থা নিচ্ছে?
আন্তর্জাতিক: ইস্টার সানডের দিন শ্রীলংকায় ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার সঙ্গে ভারতীয় সম্পৃক্ততার কথা ওঠে এসেছে বারবার। অবশ্য এরপরই নড়েচড়ে বসেছে দেশটি। তারই অংশ হিসেবে ভারতের কেরালা রাজ্যের দুটি জেলায় অভিযান চালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ফরমের বিষয়ে তিন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে।
দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ সন্দেহভাজন ওই ব্যক্তিরা শ্রীলঙ্কায় হামলার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রোববার কেরালার কাসারগোদ ও পালাক্কাদ জেলায় তাদের বাড়িকে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ।
তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, প্রদেশটি থেকে যারা বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিয়েছেন, তাদের সঙ্গে সন্দেহভাজন ওই তিন ব্যক্তির যোগাযোগ আছে। সেই সংশ্লিষ্টতা সূত্রেই তারা আইএসের সদস্য সংগ্রহের কাজ করছেন।
উল্লেখ্য গত মঙ্গলবার শ্রীলংকার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান উইজাবর্ধন সংসদে বলেছেন, তদন্তে দেখা গেছে স্থানীয় ন্যাশনাল তৌহিদ জামায়াত (এনটিজে) এ ঘটনার পেছনে ছিল। এর সঙ্গে ভারতের ছোট ছোট মৌলবাদী ইসলামি গোষ্ঠীর সংযোগ রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, আত্মঘাতী জাহরান হাশেম দীর্ঘদিন দক্ষিণ ভারতে ছিলেন। এ সময় আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ হয়। এরপর ২০১৪ সালে কাট্টানকুডিতে ন্যাশনাল তাওহিদ জামায়াত গঠন করেন তিনি। চরমপন্থী এ সংগঠনটি পরিচালনার ক্ষেত্রে ভারত থেকেই যাবতীয় সহায়তা পেতেন জাহরান হাশেম।
ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলংকার গির্জা ও হোটেলে হামলার মূলহোতা জাহরান হাশেমের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে বহু বছর ধরে অভিযোগ করে আসছিলেন শ্রীলংকার মুসলমানরা।
শ্রীলংকা বাট্টিকোলা অঞ্চলে ৪০ বছর বয়সী এই আত্মঘাতী মোহাম্মদ জাহরান মৌলভী হাশেম নামে পরিচিত।
গড়পড়তার এক মধ্যবিত্ত মুসলমান পরিবারে জন্ম নিয়েছেন তিনি। দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাট্টানকুডিতে একটি মাদ্রাসায় পড়াশোনা শুরু করলেও পরবর্তীতে ঝরে পড়েন তিনি। পড়াশোনা শেষ করতে পারেননি।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, তদন্ত সংস্থাটির কর্মকর্তারা এটা জানার চেষ্টা করছেন যে গত ২১ এপ্রিল শ্রীলংকায় যে ভয়াবহ বোমা হামলা ঘটেছে, তার সঙ্গে তারা জড়িত কি না। ইস্টার সানডের সেই হামলায় ২৫৩ জনের বেশি লোক নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আইএস।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়