Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ৩১ জুলাই ২০২১
আপডেট: ১৫:২৭, ৩১ জুলাই ২০২১

জাপানের চার প্রদেশে জরুরি অবস্থা জারি

জাপানে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় নতুন করে আরও চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে এমন সময় করোনার বিস্তার ঘটেছে, যখন সেখানে অলিম্পিক ও প্যারাঅলিম্পিকের আসর বসেছে।

শুক্রবার রাতে নতুন করে চিবা, সাইতামা, কানাগাওয়া ও ওসাকা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

টোকিও ও অকিনাওয়া প্রদেশে আগে থেকেই ৩১ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার জাপানে নতুন করে ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির কর্মকর্তা-কর্মচারীরাও আছেন।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকেতে দেয়া এক ভাষণে বলেছেন, করোনার সবচেয়ে সংক্রমক ভ্যারিয়েন্ট জাপানে দ্রুত ছড়িয়ে পড়ছে। এ জন্য সবাইকে যথাযথ ভাবে করোনার বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন সবাইকে।

তিনি বলেন, বর্তমানে টোকিওর মেট্রোপলিটন এবং জাপানের পশ্চিমাঞ্চলীয় কানসাই এলাকায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি।
 
জাপানে এ পর্যন্ত ৯ লাখ ২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ১৫ হাজার ১৭৩ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়