Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ৪ আগস্ট ২০২১
আপডেট: ১৬:১৬, ৪ আগস্ট ২০২১

বিশ্বে সাড়ে ৪২ লাখের বেশি করোনায় মৃত্যু

বিশ্বে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণ। এখন পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছেন ২০ কোটি মানুষ এবং মৃত্যু সাড়ে ৪২ লাখ পার হয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশে করোনার টিকাদান জোর কদমে চললেও এর সংক্রমণ ও মৃত্যু সেই তুলনায় খুব বেশি কমেনি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৫৪৪ জনের। বুধবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ২ লাখের বেশি মানুষের। একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৩৯ জনের। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের।

করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৫ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৫৪ লাখের বেশি। এদের মধ্যে ৯২ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৪৯ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজার ৪৯৭ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭৮৯ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে এক কোটি ৯৯ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৫৯৭ জনের।

তালিকায় ২৬ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের এবং মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৯৭ জনের। এখন করোনা রোগী রয়েছেন প্রায় দেড় লাখ। এদের মধ্যে ১৩৮১ জনের অবস্থা গুরুতর।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ