Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ৫ আগস্ট ২০২১
আপডেট: ১৬:০৬, ৫ আগস্ট ২০২১

করোনা: যুক্তরাষ্ট্রে এখন ছোটরা বেশি আক্রান্ত হচ্ছে

করোনার তৃতীয় ঢেউয়ে যুক্তরাষ্ট্রে কম বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে। সিএনএন জানিয়েছে, গত এক সপ্তাহে দেশটিতে অন্তত ৭২ হাজার শিশু ও কিশোর-কিশোরী সংক্রমিত হয়েছে নতুন রোগটিতে।

জুন মাসের তুলনায় সংক্রমণের সংখ্যা পাঁচ গুণ বেড়েছে। ‘ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেল‌্‌থ’-এর ডিরেক্টর ফ্রান্সিস কলিনস বলেন, ‘একটা বিষয় স্পষ্ট। এখন করোনার যে ভ্যারিয়েন্টটি ছড়াচ্ছে, সেটি বাচ্চাদের গুরুতরভাবে কাবু করতে সক্ষম।’

কলিনস জানান, কয়েকটি রাজ্যের হাসপাতালের শিশু বিভাগ থেকে খবর মিলেছে, কয়েক মাসে অনেক শিশুও সংক্রমিত হয়েছে।

কলিনসের কথায়, ‘অনেককেই বলতে শোনা যাচ্ছে, তোমার বয়স কম, চিন্তা নেই। কিন্তু তেমনটা নয়। চিন্তা থাকছেই।’

এ ক্ষেত্রে কী করণীয়? বিশেষজ্ঞদের পরামর্শ, বাবা-মায়েদের উচিত টিকার বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবা। কোনো শিশুর সংস্পর্শে আসা ব্যক্তির (মা-বাবা বা অন্য কেউ) যদি টিকাকরণ না-হয়ে থাকে, তা হলে দ্রুত টিকা নিয়ে নেওয়া উচিত।

দ্বিতীয়ত, মহামারী সম্পর্কে ছোটদের সঙ্গে বিস্তারিত কথা বলা। যাতে তারা করোনাবিধি যতটা সম্ভব মেনে চলে।

বাচ্চার যদি টিকা নেওয়ার সুযোগ থাকে (আমেরিকায় ১২ বছরের ঊর্ধ্বে টিকাকরণ চলছে), সে ক্ষেত্রে তাকে টিকা দেওয়া ও টিকার উপযোগিতা সম্পর্কে বোঝানো।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ