Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ৬ আগস্ট ২০২১
আপডেট: ২৩:১৭, ৬ আগস্ট ২০২১

১৩৫ দেশে ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট

করোনার ডেল্টা বিপজ্জনক  ভ্যারিয়েন্ট ছড়িয়েছে পড়েছে বিশ্বজুড়ে। যা নিয়ে রীতিমতো চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এরই মধ্যে ভ্যারিয়েন্টটি বিশ্বের প্রায় ১৩৫টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

গত ৩ আগস্ট প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে ডব্লিউএইচও জানায়, বর্তমানে বিশ্বের ১৮২টি দেশে ছড়িয়েছে করোনার আলফা ভ্যারিয়েন্ট। এ ছাড়া গামা ছড়িয়েছে ৮১টি দেশে, বিটা ছড়িয়েছে ১৩২টি দেশে আর ডেল্টা ১৩৫টি দেশে।

জুলাইয়ের শেষ সপ্তাহে, অর্থাৎ, ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পৃথিবীজুড়ে ৪০ লাখ নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এই তথ্যের দিকে তাকিয়ে বলা হয়েছে, শেষ এক মাস ধরে পৃথিবীর নানা প্রান্তে দ্রুত বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংক্রমণ ৯ শতাংশ বেড়েছে।

ডব্লিউএইচও'র সতর্কবার্তায় বলা হয়েছে, যদি এই হারে সংক্রমণ চলতে থাকে, তা হলে আগামী এক সপ্তাহের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।

ডব্লিউএইচও আগেই সতর্ক করে বলেছিল যে ডেল্টার সংক্রমণ বাড়তে থাকায় ভ্যারিয়েন্টটি করোনার অন্য সব ভ্যারিয়েন্টকে দ্রুত ছাপিয়ে যেতে পারে। আর শিগগিরই ডেল্টা হবে করোনার প্রাধান্যশীল ভ্যারিয়েন্ট। ডব্লিউএইচওর সেই সতর্কতা এখন বাস্তবে ফলতে দেখা যাচ্ছে।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ভারতে। গত বছরের অক্টোবরে ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়। করোনার এই ভ্যারিয়েন্ট অতি সংক্রামক। ডেল্টা দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মূলত এ ধরনের কারণেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করে। সংক্রমণের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে শুরুতে ভারতীয় ভ্যারিয়েন্টই বলা হতো। পরে ডব্লিউএইচওর পক্ষ থেকে এই ধরনের নতুন নাম দেওয়া হয় ‘ডেল্টা ভেরিয়েন্ট’। ভ্যারিয়েন্টটির বৈজ্ঞানিক নাম (বি.১.৬১৭)। গত মে মাসে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করে ডব্লিউএইচও।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ