Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ৭ আগস্ট ২০২১
আপডেট: ১৬:৩৩, ৭ আগস্ট ২০২১

ভারতে অনুমোদন পেল জনসনের এক ডোজের টিকা

করোনাভাইরাস রোধে ভারতে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (৭ আগস্ট) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী  তার টুইটে জানান, ভারতে টিকা সম্ভারের পরিধি আরও বাড়লো! জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ করোনা টিকা আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র পেল। ভারতের কাছে এখন পাঁচটি ইইউএ (জরুরি ব্যবহারের অনুমতি) টিকা রয়েছে। এর ফলে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে।

জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা উৎপাদনের জন্য স্থানীয় কোম্পানি বায়োলজিক্যাল ই লিমিটেড কাজ করছে বলে জানা গেছে।

জনসন অ্যান্ড জনসনের ভারতীয় মুখপাত্র বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারত সরকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকার। ১৮ বছরের বেশি বয়সী যে কেউ এই টিকা নিতে পারবেন। এর আগে গবেষণার ফলাফলে জনসন অ্যান্ড জনসনের টিকা ৮৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়।

জনসন অ্যান্ড জনসন গত বৃহস্পতিবার (৫ আগস্ট) তাদের সিঙ্গল ডোজ করোনা টিকার অনুমোদনের জন্য আবেদন জানায়। অল্প সময়ের মধ্যে জনসন অ্যান্ড জনসনের এই টিকা পঞ্চম টিকা হিসেবে ছাড়পত্র পেল ভারতে। এর আগে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন হয় ভারতে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ