Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৩, ৭ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৩৪, ৭ আগস্ট ২০২১

মহামারির চতুর্থ ঢেউয়ে পাকিস্তানে সর্বাধিক প্রাণহানি

পাকিস্তানে শুরু হয়েছে করোনা মহামারির চতুর্থ ঢেঊ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত ৯৫ জন মানুষ মারা গেছেন। যা চলমান ঢেউয়ের সর্বাধিক প্রাণহানি। সবশেষ গত মে মাসে পাকিস্তানে রেকর্ড ১৩১ জনের মৃত্যু হয়েছিল।

পাকিস্তানে করোনায় ২৩ হাজার ৭৯৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে গতদিন আরও ৪ হাজার ৭২০ জনের করোনা শনাক্ত হওয়ার পর মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১০ লাখ ৬৩ হাজার ১২৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ২৪ শতাংশ। 

করোনাভাইরাস মোকাবিলায় গঠিত পাকিস্তানের সরকারি টাস্কফোর্স ন্যাশন্যাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের তথ্যমতে দেশটিতে ফের করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। এতে দেশটিতে আবার মহামারির প্রকোপ ছড়ানো নিয়েও বেড়েছে উদ্বেগ।

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই ও দেশের মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা বাড়ানোর জন্য গতকাল শুক্রবার পাকিস্তানের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।

তবে কেন্দ্র সরকারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সিন্ধ প্রদেশের সরকার করাচিসহ দক্ষিণ অংশে লকডাউন আরোপ করার পর তার সমালোচনা করে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছেন, ‘ক্ষুধার্ত মানুষকে এভাবে লকডাউনে রাখা যায় না’।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ