Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ৮ আগস্ট ২০২১
আপডেট: ১৪:০১, ৮ আগস্ট ২০২১

তালেবানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ২ শতাধিক নিহত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আফগানিস্তানে তালেবানের উপর জোরদার হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী। এই হামলায় দুই শতাধিক তালেবান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমন টুইট করে জানান, ‘শেবেরগান শহরে বিমান হামলায় দুশোর বেশি জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের বেশ কয়েকটি গোপন ডেরা।’

শনিবার সন্ধ্যা থেকেই হামলার তেজ বাড়িয়েছে আফগান সেনা। জঙ্গিদের গোপন ডেরা খুঁজে সেগুলি ধ্বংস করার কাজ শুরু হয়েছে তারা। মার্কিন বিমানবাহিনী এই হামলা চালায়।

ফাওয়াদ জানান, আফগান সেনা গোপন সূত্রে সেনা খবর পায় জওজান প্রদেশের শেবেরগান শহরে কয়েকশো জঙ্গি লুকিয়ে রয়েছে। তারপরই বিমানহানা চালানো হয়। মার্কিন বি-৫২ বোমারু বিমান পর পর বোমাবর্ষণ করে জঙ্গিদের গোপন ডেরা লক্ষ্য করে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের ওপর হামলা চালাতে বি৫২ বোমারু বিমান ও এসি-১৩০ স্পেকটার গানশিপ ব্যবহারের নির্দেশ দেয়ার পরই এমন হামলা চালাল মার্কিন বাহিনী।

তবে তালেবানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই হামলার একদিন আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাউজান প্রদেশের রাজধানী শেবেরগান দখল করার দাবি করেছিল তালেবান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ