আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:৫৩, ৯ আগস্ট ২০২১
মার্কিন বিমানবাহিনী ও আফগান সেনা মিলে হামলা: ৬০০ তালেবানের মৃত্যু

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হামলা চালিয়ে ছয় শতাধিক তালেবানকে হত্যার করা হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি এসব হামলায় আরও তিন শতাধিক তালেবান সদস্য আহত হয়েছেন।
রবিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মার্কিন বিমান বাহিনী ও আফগান বাহিনী মিলে এই হামলা চালাচ্ছে। আফগান কর্তৃপক্ষের দাবি, এতে তালেবানের তরফে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানেই তালিবান যোদ্ধাদের লক্ষ্য করে যে বিমান হামলা চালানো হয়েছে তাতে দুই শতাধিক তালেবান নিহত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাওজান ছাড়াও নানগারহার, লঘমান, গজনী, পাকতিয়া, পাক্তিকা, কান্দাহার, উরুজগান, হেরাত, ফারাহ, সার-ই পোল, ফারিয়াব, হেলমান্দ, নিমরুজ, তাখার, কুন্দুজ, বাদাখশান এবং কাপিসায় তালেবানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন ও আফগান বাহিনী।
বিবৃতিতে বলা হয়েছে, আল কায়েদার সঙ্গে যোগ আছে এমন তিন জনসহ মোট ৪৫ তালেবানকে হেলমন্দ প্রদেশের সংঘর্ষে নিহত হয়েছে।
আফগানিস্তানে তালেবানের উপর জোরদার হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী। গতকাল আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমন টুইট করে জানান, ‘শেবেরগান শহরে বিমান হামলায় দুশোর বেশি জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের বেশ কয়েকটি গোপন ডেরা।’
শনিবার সন্ধ্যা থেকেই হামলার তেজ বাড়িয়েছে আফগান সেনা। জঙ্গিদের গোপন ডেরা খুঁজে সেগুলি ধ্বংস করার কাজ শুরু হয়েছে তারা। মার্কিন বিমানবাহিনী এই হামলা চালায়।
ফাওয়াদ জানান, আফগান সেনা গোপন সূত্রে সেনা খবর পায় জওজান প্রদেশের শেবেরগান শহরে কয়েকশো জঙ্গি লুকিয়ে রয়েছে। তারপরই বিমানহানা চালানো হয়। মার্কিন বি-৫২ বোমারু বিমান পর পর বোমাবর্ষণ করে জঙ্গিদের গোপন ডেরা লক্ষ্য করে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের ওপর হামলা চালাতে বি৫২ বোমারু বিমান ও এসি-১৩০ স্পেকটার গানশিপ ব্যবহারের নির্দেশ দেয়ার পরই এমন হামলা চালাল মার্কিন বাহিনী।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান